পালাটানা বাজারে জনসভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার বাম নেতাদের

উদয়পুর, ১৮ জানুয়ারি।। দেশে বেকারের সংখ্যা বাড়ছে। কর্মসংস্থানের ব্যবস্থা নেই। শিক্ষা ক্ষেত্রে গেরুয়াকরণ করছে দেশের সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। বেকারের কাজের অভাব। আমাদের‌ রাজ্যে খুন হচ্ছে।আত্মহত্যা হচ্ছে। বিদ্যুৎ বেসরকারি করার জন্য চেষ্টা চলছে। ভয়াবহ নেশায় ডুবে গেছে এরাজ্যে। বূহস্পতিবার গোমতী জেলার উদয়পুরের পালাটানা বাজারে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির ডাকে এক সভায় অভিযোগ করেন সিপিআইএম নেতূত্বরা।

সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যসম্পাদক মন্ডলীর সদস্য তপন চক্রবর্তী ও রতন ভৌমিক। ছিলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত, নিতাই বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন নিখিল দাশ। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আরও বলেন দেশে বেকারের সংখ্যা বাড়ছে। কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এরাজ্যে উন্নয়ন বলতে কিছুই নেই। গ্ৰামে পাহাড়ে কাজ নেই। বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই। পড়াশোনা লাটে উঠেছে। ঔষধ থেকে শুরু করে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। সরকার নীরব দর্শকের ভূমিকায় বসে আছে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন দেশের বিজেপি পরিচালিত সরকারকে উৎখাত করার জন্য। এই রাজ্যেও গ্ৰাম থেকে শহর, শহর থেকে গ্ৰাম সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন এ সরকারকে সরাবার জন্য। সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এ রাজ্যের মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান সিপিআইএম নেতূত্বরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?