অমরপুর, ১৭ জানুয়ারি।। বকেয়া মজুরি পাওয়ার দাবীতে বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুর নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন নগর পঞ্চায়েতের বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত মহিলা শ্রমিকরা। বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ সহ নগর পঞ্চায়েতের কর্মকর্তারা অফিসে ছুটে আসেন। মহিলা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে আন্দোলন প্রত্যাহারে ব্যার্থ হন নগর কর্তারা।
মহিলা শ্রমিকরা জানান, প্রতিমাসেই তাদের মজুরি প্রদান নিয়ে বিভিন্ন তালবাহনা করে আসছে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। ৫ মাস ধরে বেতন পান না ২৮ জন সাফাই কর্মীর। নগর পঞ্চায়েত কতৃপক্ষের এই ভূমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সাফাইকর্মীরা। তারা আরও জানান, প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করে যদি নিজের বাড়িতেই চুলা না জ্বলে তাহলে এই কাজ করার চাইতে না করাই ভাল। পরে অনেক বুঝিয়ে তাদেরকে শান্ত করা হয়। আশ্বাস দেওয়া হয় খুব শীঘ্রই তাদের বকেয়া বেতন প্রদান করা হবে।