গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীর নিকটাত্মীয় দ্বারা আক্রান্ত চিকিৎসক হাসপাতালে ভর্তি

উদয়পুর, ১৭ জানুয়ারি।। আবারও আক্রান্ত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরে মঙ্গলবার রাতে। আক্রান্ত চিকিৎসকের নাম সপ্তদ্বীপ দাশ। তিনি গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।

আক্রান্ত চিকিৎসক জানান রাতে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন মহিলাকে পেটে ব্যাথার সমস্যা নিয়ে আসেন বিরলাল নোয়াতিয়া ও বিকাশ নোয়াতিয়া। চিকিৎসক রোগীকে চিকিৎসা শুরু করেন। রোগীর সাথে আসা দুজন নার্সদের রুমে গিয়ে নানা ধরনের উচ্চবাচ্য শুরু করে। তখন চিকিৎসক তাদেরকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। সঙ্গে সঙ্গে বিরলাল নোয়াতিয়া বলেন তিনি গত বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়নি এবং সন্মান কেন দেওয়া হয়নি এই বলে চিকিৎসকের উপর আক্রমণ করা হয়।

বুধবার গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসককে। খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যান জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: চিরঞ্জিত নোয়াতিয়া। বর্তমানে চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিপ্রা মথার কর্মীর ওপর চিকিৎসকের উপর আক্রমণের ঘটনায় ছি: ছি: রব উঠছে। দাবি জানানো হয় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?