সড়ক সুরক্ষা নিয়ে তেলিয়ামুড়ায় ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি।। ত্রিপুরায় চলছে পুলিশ সপ্তাহ। প্রতিবছরই এই পুলিশ সপ্তাহ চলাকালীন পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ করে জনসাধারণের মধ্যে যানবাহন চলাচল ও সড়ক সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়। এবারও একই রকম ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ সপ্তাহ উদযাপনকে সামনে রেখে নানান প্রকারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার খোয়াই জেলার তেলিয়ামুড়াতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যাবস্থাপনায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকাতে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ করে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে তেলিয়ামুরার মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর, ট্রাফিক ডি.এস.পি সুতপা দেব, ট্রাফিক ইনচার্জ সমীর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে ট্রাফিক পুলিশ তথা উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় যাতে করে সাধারণ মানুষ বিভিন্ন প্রকারের যানবাহন চালনার সময় সচেতনতা অবলম্বন করতে পারেন সেই বার্তা দিতেই তাদের এই প্রয়াস। পাশাপাশি বুধবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকদের সার্বিকভাবে যান চালনার সময় কিভাবে ট্রাফিক বিধিকে মান্যতা প্রদান করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান প্রদানেরও উদ্যোগে গ্রহণ করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?