সমস্ত দপ্তরগুলি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বগলদাবা করে রেখেছে : মানিক সরকার

বক্সনগর, ৮ জানুয়ারি।। সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সোনামুড়া রবীন্দ্রচৌমুহনীতে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত করা হয়। জনসভার আগে একটি সুসংগঠিত মিছিল পরিক্রমা করে গোটা শহর এলাকার সড়ক পথে। সাম্প্রতিককালে এই জনসভাটি ছিল অত্যান্ত জাকজমকপূর্ণ। গোটা মহাকুমার নেতাকর্মী ছাড়াও সাধারণ নারী- পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।নজনসভার প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া বক্তব্য রাখেন সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে, জেলা কমিটির সম্পাদক ভানুলাল সাহা ও সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা।

সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক, কর্পোরেট তোষণকারি জনবিরোধী মোদি সরকারকে হটানোর লড়াই জোরদার করতে জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই প্রকাশ্যে জনসভায়। প্রধান বক্তা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বর্তমান দেশের এবং রাজ্যের পরিচালিত সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করে ভোট প্রচার চালিয়ে বিভেদের পরিবেশ তৈরি করছে শাসক দল। আরক্ষা প্রশাসন থেকে শুরু করে সমস্ত দপ্তরগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বগলদাবা করে রেখেছে। এটা মানুষ বাস্তব অভিজ্ঞতা নিরীখেই বুঝে নিতে সক্ষম হয়েছে। মানুষ চাইছে কখন এই সরকার পরিবর্তন হবে। যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই সমাজে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান মানিক সরকার। ছোট্ট একটা অংশ ছাড়া শতকরা ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ সরকারের কর্পোরেট তোষণ নীতির বিরুদ্ধে অসন্তুষ্ট। কিন্তু অসংগঠিত মানুষ কিছু করার নেই। এই সমস্ত মানুষগুলিকে সংঘটিত করার দায়িত্ব নিতে হবে বামপন্থী নেতাকর্মীরা।এবারের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, এবারের সংগ্রাম মতাদর্শের সংগ্রাম।ধর্মের নামে, জাত পাতের নামে রাজনীতি চলে না। সাময়িক মানুষ বিভ্রান্ত হলেও মানুষ এখন বাস্তব অভিজ্ঞতায় শত্রুকে মিত্র স্পষ্ট বুঝে নিতে সক্ষম হয়েছেন। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা, পেছনে তাকানো যাবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?