গন্ডাছড়া, ৫ জানুয়ারি।। যান দুর্ঘটনা যেন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পিছু ছাড়তে চাইছে না। প্রায় প্রতিদিনই মহকুমার কোন না কোন জায়গায় ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে শুক্রবার বিকেল নাগাদ বুলেরো গাড়ির সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতরভাবে জখম হয়। যদিও দুর্ঘটনার সংবাদ পেয়ে রইস্যাবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের রইস্যাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ টিআর০১-জে- ১১০০ নম্বরের একটি বুলেরো গাড়ি রইস্যাবাড়ি থেকে গন্ডাছড়ার অভিমুখে আসছিলো। অপরদিকে টিআর০৪-৩১০১ নম্বরের একটি যাত্রী বোঝাই অটো রইস্যাবাড়ি যাচ্ছিল। রইস্যাবাড়ি থানাধীন নারিকেল কুঞ্জে যাওয়ার রাস্তার মুখে আসতেই উল্লেখিত ছোট বড় দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোতে থাকা চালক সহ ছয়জন যাত্রী গুরতরভাবে আহত হয়।
উক্ত দুর্ঘটনার সংবাদ পেয়ে রইস্যাবাড়ির দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের রইস্যাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। যদিও দুর্ঘটনার সংবাদ পেয়ে গন্ডাছড়া থেকেও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। থানা সূত্রে জানা গিয়েছে বুলেরো গাড়িটি গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিকের। যদিও দূর্ঘটনার সময় বুলেরো গাড়িতে চালক ছাড়া আর কেউই ছিলেন না।