জোলাইবাড়ি, ৪ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ১৭টি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি হলে দক্ষিণ জেলাভিত্তিক প্রশাসনিক সভায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন।
সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উন্নয়ন কর্মসূচি রূপায়ণে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য যারা এখনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের কাছে প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়া। জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলির সুবিধা রাজ্যের প্রতিটি মানুষ যাতে পায় তার ব্যবস্থা করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলায়ু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, এমডিসি কংজং মগ, এমডিসি সঞ্জীব রিয়াং, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল গোপ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার। এছাড়াও সভায় দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ এ সহ জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, বিডিও এবং বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা সভায় উপস্থিত ছিলেন।