বিলোনিয়া, ৪ জানুয়ারি।। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমাধীন বড়পাথরী বাজারের নয়টি দোকান। কিভাবে আগুনের সূত্রপাত বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি নটি দোকানকে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের ঘর সহ পন্য সামগ্রী। এই অগ্নিকান্ডের ঘটনায় মোট এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে।
বুধবার রাত তিনটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বড়পাথরী বাজারে। জুয়েলারী দোকান, মোবাইল দোকান, সেলুন দোকান, সাইকেল দোকান, টায়ারের দোকান, ব্যাটারির দোকান সহ আরো কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত ক্ষতিগ্ৰস্ত দোকানের মালিকদের। এরমধ্যে নয় জন ক্ষতিগ্ৰস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন । বর্তমানে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক।