বাড়ছে চুরি, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জনগণ চুরাইবাড়িতে করলেন সড়ক অবরোধ

চুরাইবাড়ি, ২৭ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়িতে চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ণ জনগণ৷ পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বুধবার চুরাইবাড়িতে সড়ক অবরোধ করলেন স্থানীয় জনগণ৷ দীর্ঘ সময় চলে সড়ক অবরোধ৷ পরে প্রত্যাহার করে নেয়া হয়েছে প্রশাসনের আশ্বাসে৷

অবরোধকারীদের অভিযোগ ইদানিং চুরাইবাড়িতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ সেইসাথে সমাজদ্রোহীদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে রাত্রিকালীন টহলের কোন ব্যবস্থা নেই৷ পূর্বে বাজার সহ আশোপাশের এলাকায় পুলিশের টহলদারী ছিল৷ রাতে যানবাহন আটক করে চেকিং করা হত৷ এখন আর এসব নজরে আসে না৷ প্রতিটি রাত কাটে আতঙ্কের মধ্য দিয়ে, দাবি স্থানীয়দের৷ মঙ্গলবার রাতেও চুরাইবাড়িতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গিয়েছে চোরের দল৷

স্থানীয় বাসিন্দরা জানিয়েছেন, গভীর রাতে রাস্তা দিয়ে বাইক ও গাড়ি যাতায়াতের শব্দ শোনা যায়৷ গভীর রাতে কোন গাড়ি কোথায় যায় তা দেখা পুলিশের কর্তব্য৷ কিন্তু, পুলিশের কোন নজরদারী নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা৷ এদিকে, সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়৷ পরে পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?