অক্টোবর মাসের প্রতি শনিবার রাজ্যে মাস্ক এনফোর্সমেন্ট ডে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।। অক্টোবর মাসের প্রতি শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে। রাজ্যে গত ১৮ ও ১৯ সেপ্ঢেম্বর ২০২০ মাস্ক এনফোর্সমেন্ট ডে পালন করা হয়েছিল৷ তাতে জনসাধারণের মধ্যে মাস্ক/ ফেসকভার ব্যবহারের এবং পাব্লিক প্লেসে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সচেতনতা বাড়াতে সাফল্য লাভ করেছে৷ বিষয়টি রাজ্য সরকারের নজরে আসায় ২০২০ সালের অক্টোবর মাসের প্রত্যেক শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মাস্ক এনফোর্সমেন্ট ডে-তে বিভিন্ন সংবাদমাধ্যম, সংগঠন এবং কমিউনিটির মাধ্যমে মাস্ক/ ফেসকভার ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জেলা এবং আরক্ষা প্রশাসন ’দি ত্রিপুরা এপিডেমিক ডিজিজ, কোভিড-১৯ রেগুলেশনস ২০২০’ বিভিন্ন ধারা প্রয়োগ করবে এবং এই রেগুলেশনের ধারাগুলি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেবার পাশাপাশি জরিমানাও আদায় করা হবে৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর সংখ্যক ফ্লাইং স্কোয়াড গঠন করা হবে এবং তারা এই আইনের বিভিন্ন ধারা প্রয়োগের উদ্যোগ নেবে৷ মুখ্য সচিব এক আদেশে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?