অনলাইন, ২৭ ডিসেম্বর।। ফিলিস্তিনের গাজায় যুদ্ধের আড়াই মাস পেরিয়ে গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবরুদ্ধ ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়িয়েছেন। সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় গাজায় ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন ৩৮২ জন। এই নিয়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় ২১ হাজার। এ তথ্য জানিয়েছে বিবিসি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর সশস্ত্র অভিযানে অন্তত ২৪১ জন নিহত হয়েছেন।এদিকে, ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও অনেক মাস’ চলবে। তেল আবিব জানিয়েছে, তারা মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘বিপর্যয়ের চেয়েও বেশি’ এবং ‘বিধ্বংসী যুদ্ধের চেয়েও’ বেশি কিছু বলে বর্ণনা করেছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন।