আগরতলা, ২৬ ডিসেম্বর।। রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত অসুস্থ হয়ে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ বুধবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷
মঙ্গলবার হঠাৎ তিনি অসুস্থতা বোধ করায় আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তাঁকে ভর্তি করিয়েছেন৷ তাঁর অসুস্থতার সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিম ভৌমিক, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷
তাঁরা চিকিৎসকদের সাথে কথা বলে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন৷ জানা গিয়েছে, মঙ্গলবারই বিধায়ক সুরজিৎ দত্তকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলে৷ কিন্তু, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় আগামীকাল বুধবার বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হবে৷ তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷