পাচারকালে ৫০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার চুরাইবাড়িতে, গ্রেফতার লরি চালক

চুরাইবাড়ি, ২৬ ডিসেম্বর।। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অভিযান অব্যাহত উত্তর জেলা পুলিশ সুপারের। ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নেশা বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধ দমনে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে পুলিশ।

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে রাজ্য সীমান্তের চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আগরতলার অভিমুখ থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে আসা টিআর-০১-ট-১৯২৮ নম্বরের একটি বার চাকার লরি আটক করে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশকর্মীরা। এতে লরিটির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। সাথে আটক করা হয় পাচারকারী লরির মালিক সুরজিৎ মজুমদারকে। তার বাড়ি রাজধানী আগরতলার কাছে নরসিংগড় তিন নং ওয়ার্ড এলাকায়।

পরে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ডিসিএম অমর চান বিশ্বাস ও সন্দীপ দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা সহ জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর উপস্থিতিতে আটকৃত লরি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ওজনের ৪৭ টি প্যাকেটে মোট ২৫০ কেজি শুকনো গাঁজা। যার আনুমানিক কালোবাজারি মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

তিনি আরো জানান গাঁজা বোঝাই লরিটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের কাছে আগাম খবর ছিল গাঁজা বোঝাই লরিটি গুয়াহাটির উদ্দেশ্যে যাবে। এমর্মে চুরাইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে পাচারে জড়িত মাস্টারমাইন্ডদের খোঁজে তদন্তে নামবে পুলিশ। ধৃত পাচারকারী চালক তথা লরি মালিক সুরজিৎ মজুমদারকে পুলিশ রিমান্ড চেয়ে এদিন ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?