উদয়পুর, ২৬ ডিসেম্বর।। ২৮ শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে কংগ্রেস দল সারা দেশের সঙ্গে ত্রিপুরারাতেও নানা কর্মসূচি হাতে নিয়েছে। গোমতী জেলা কংগ্রেসও নানা কর্মসূচি হাতে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলে জানান গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল।
তিনি বলেন, আগামী ২৮ শে ডিসেম্বর কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষ্যে সেই দিন নাগপুরে বিশাল জমায়েত অনুষ্ঠিত হবে।আর এই রাজ্যে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা রবীন্দ্রভবনে। সেখানে যারা প্রবীন কংগ্রেস নেতূত্ব আছে তাদের সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি উদয়পুর মহকুমায় সতের দফা দাবি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কংগ্রেস।
বিশেষ করে এ রাজ্যকে নেশা মুক্ত করার জন্য সরকার যে আহ্বান নিয়ে মাঠে নেমেছে, দেখা গেছে নেশা মুক্ত রাজ্য না হয়ে নেশা যুক্ত রাজ্য হয়েছে। এ সরকার আসার আগে ৫০ হাজার চাকরি দেবার কথা বলা হলেও বাস্তব কথা বলে অন্য রকম। রাজ্যে বেকারত্ব এখন জ্বলন্ত সমস্যা। সারা রাজ্যে হাজার হাজার তরুন- তরুণী, যুবক – যুবতী বেকার হয়ে ঘরে বসে আছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। বিদ্যালয় আছে শিক্ষক নেই। অথচ টেট পাশ করে বসে আছে যুবক- যুবতীরা। শূন্যপদ পূরণের কোন উদ্যোগ নেই।
রাজ্যে নারীদের কোন অধিকার নেই। শিশু সুরক্ষা বলতে কোন বিষয় নেই। প্রতিদিন নারীদের উপর অন্যায় এবং অত্যাচার সংঘটিত হচ্ছে। পুলিশের কোন ভূমিকা নেই বলে জানান গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল। তিনি কংগ্ৰেসের প্রতিষ্ঠা দিবসে সমস্ত জনগনকে কংগ্রেসের পাশে থাকার জন্য আহ্বান জানান। তিনি সাংবাদিকদের সামনে আরোও বলেন জাতীয় কংগ্রেস রাজ্যের নাগরিকদের সমস্যার প্রতি সজাগ। রাজ্যের মানুষের অধিকার, জীবনবোধের প্রতি সম্মান ফিরিয়ে আনার জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।