আগরতলা, ২৬ ডিসেম্বর।। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর বরাদ্দ হলেও কিস্তি পাচ্ছেন না ফোলা দেববর্মা। এক সংক্রান্তি গিয়ে আরেক সংক্রান্তি এল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলেও প্রথম কিস্তি ৪৮ হাজার থাকার পর আর এক টাকাও পায়নি পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েতের এলাকার বাসিন্দা ফোলা দেববর্মা।
জানা গিয়েছে, মান্দাই ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফোলা দেববর্মা ২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান। প্রথম কিস্তির টাকাও পান এবং সেই টাকা দিয়ে যতটুক ঘর করা সম্ভব করেছেন। এর পর এক বছর হতে যাচ্ছে মিলেনি কিস্তি। তিন কন্যা এক পুত্র সন্তান নিয়ে মোট ৬ জনের সংসার। বসবাস করছেন ছোট একটি ছনের ঘরে। বৃষ্টির দিনে পারেন না ঘুমাতে। কারণ বৃষ্টির জল পড়ে ঘরের ভীতরের বিভিন্ন জায়গায়।
এই বিষয়ে স্থানীয় রেগামাস্টার সহ সংলিষ্ট আধিকারিকদের জানালে বলেন যে জায়গায় জিও ট্র্যাকিং করা হয়েছে সেই জায়গায় ঘর করা হয়নি। যদিও জায়গার মালিক ফোলা দেববর্মাই। তাই এডিসি প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত, জনপ্রতিনিধি, সংলিষ্ট দপ্তরের দোয়ারে দোয়ারে ঘুরে কোনো সহযোগিতা না পেয়ে অবশেষে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের।স্থানীয় প্রশাসনের পাশাপাশি এডিসি প্রশাসন, রাজ্য সরকারের নিকট দাবি জানান উনাকে সাহায্য করার জন্য। ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্ট করে দিন কাটাচ্ছেন।