আগরতলা, ৭ অক্টোবর।। আমাদের সমাজের অনেক মানুষের জীবনেই একটা সময় বিরক্তি বোধটা চলে আসে, আমরা কাউর সাথে কিছু দিন থাকার পর আবার নতুন এবং আরও ভালো কাউকে খুজতে থাকি।
আমরা ভালো আরও ভালো খুজতে খুজতে আমরা আপন কাউকে হাড়িয়ে ফেলি আর যখন আমরা এই কাছের মানুষটাকে পুনরায় পেতে চাই তখন সে আমাদের থেকে অনেকটাই দূরে চলে যায়। যাকে হয়তো আবার ফিরে পাওয়া সম্ভব হয়ে উঠেনা।
মাঝে মাঝে দেখা যায় আমরা কাউকে ভালোবেসে বিবাহ বন্ধনে তো আবদ্ধ হই কিন্তু ওই প্রিয় মানুষটার কাছ থেকে আমাদের যা চাওয়া পাওয়া থাকে তা সব মিটে গেলে আমরা ওই মানুষটাকে অবহেলা করতে থাকি। হয়তো মনে মনে, আবার হয়তো প্রকাশ্যে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় দুই দিক থেকেই ওই অপর পাশের মানুষটাই কষ্টের শিকার হয়, জেনে অথবা অজান্তেই।
আমাদের বুঝার দরকার যে আমরা যাকে অবহেলা করছি সে হয়তো তার সবকিছু দিয়ে আমার জন্যই স্বপ্ন বুনে রেখেছে। সুতরাং, বেটার কিংবা পারফেক্ট কেউর জন্য ওই পাশে থাকা প্রিয় মানুষটাকে দূরে ঠেলে দিওনা।