অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। সংসদ ভবনে ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনা কখনও ভুলতে পারবে না ভারত। সংসদে জঙ্গি হামলার ২২-তম বছরে অন্তরের অন্তঃস্থল থেকে শহীদদের স্মরণ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস সংসদীয় দলের সিপিসি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু সদস্য প্রমুখ। এক মিনিটের জন্য নীরবতাও পালন করেন তাঁরা।
২০০১-র ১৩ ডিসেম্বর পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও। বুধবার সকালে সংসদ চত্বরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।