বিলোনিয়া, ৯ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে আসলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। ২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে সাংগঠনিকভাবে মজবুত করার লক্ষ্যে। দলের কর্মীদের খোঁজখবর নেওয়া সহ সাংগঠনিকভাবে কোথাও কোন দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখতে এই সফর বলে জানা যায়।
শনিবার বেলা এগারোটা নাগাদ বিলোনিয়া সফরে এসে জেলা ও মহকুমা স্তরের কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন সুদীপ রায় বর্মণ। সভাটি হয় দক্ষিণ জেলা সদর বিলোনিয়া কংগ্রেস ভবনে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে। কাজ নেই, খাদ্য নেই, চাষীদের পাশে নেই সরকার, নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ। এসমস্ত বিষয়গুলিকে নিয়ে জনগণের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করে বিজেপিকে পরাস্ত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে। কংগ্রেস দলের তৎপরতা আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
এই দিনের সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ভোলানাথ ধর, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, মহিলা কংগ্রেসের সভা নেত্রী সম্পা দত্ত, যুব কংগ্রেসের নেতৃত্ব অজিতাভ মজুমদার সহ কংগ্রেস দলে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।