আগরতলা, ৪ ডিসেম্বর।। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের উত্তর জোনের উদ্যোগে উত্তর জোন্যাল অফিসে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠানের উদ্বোধন করেন নিগমের মেয়র দীপক মজুমদার৷
এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোঃ সাজ্জাদ, কর্র্পেরেটর প্রদীপ চন্দ্র, জগদীশ দাস, হীরালাল দেবনাথ, সান্তনা সাহা, জয়া ধানুক, শম্পা সেন সরকার, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷ আজকের এই শিবিরে জনগণের দুয়ারে যে যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পিআরটিসি এসসি, ওবিসি সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা৷ আজ উত্তর জোনে হচ্ছে এবং আগামীকাল অনুষ্ঠিত হবে সেন্ট্রাল জোনে৷ আজকের এই শিবিরকে ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷