অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বিষয়ে নিজের অবস্থান সাংবাদিকদের কাছে আবারও পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘আমি আমার অবস্থানে অটল। যে যাই বলুক আমি হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মেনে নিতে পারি না।’
সম্প্রতি দুবাইয়ে জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় মাঝ আকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন এরদোয়ান। এ সময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সুযোগ খোঁদেজার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কীভাবে আবার স্থায়ী শান্তির সুযোগ খুঁজে পেতে পারি? আঙ্কারা এই নীতি নিয়েই কাজ করে। আমরা মধ্যস্থতাকারীর সঙ্গে এমন পর্যায়ে পৌঁছে গেছি, দ্বি-রাষ্ট্র সমাধান না হলে গাজা ইস্যু নিয়ে বিতর্ক হতে পারে না।’
এরদোয়ান বলেন, ‘আমরা যদি দ্বি-রাষ্ট্র সমাধানকে অগ্রাধিকার দিই, তাহলে গাজা ইস্যু অদৃশ্য হয়ে যাবে।’ এ সময় হামাসকে বাদ দেওয়া বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগেও গত অক্টোবর হামাসকে ‘স্বাধীনতাকামী সংগঠন’ হিসেবে অভিহিত করেন এরদোয়ান।
হামাসের সঙ্গে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির অবসানের পর গত শুক্রবার ভোরে গাজা উপত্যকায় আবারও বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত ও ৫৮৯ জন আহত হয়েছে।