চুরাইবাড়ি, ৩০ নভেম্বর।। গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই কোটি টাকার ফেন্সিডিল নামের নেশা জাতীয় সিরাপ বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে৷ ঘটনা বুধবার বিকালে অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক পোস্টে৷ এই সাফল্যের জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ শ্রী শর্মা সামাজিক মাধ্যমে এই অভিনন্দন বার্তা দিয়েছেন৷
জানা গিয়েছে, এএস-১১বিসি-৬৮৬৩ নম্বরের একটি লরি অসম থেকে ত্রিপুরায় যাচ্ছিল৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই লরিতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী মজুত রাখা আছে৷ সেই মোতাবেক চুরাইবাড়ি চেকপোস্টে কর্মরত অসম পুলিশের একটি টিম ওই গাড়িটি আটক করে৷ গাড়িতে তল্লাসি চালিয়ে ২৪০টি কার্টোনে ৪০ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷
পুলিশ ওই গাড়ির চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে৷ তার হল নাজির উদ্দীন এবং আব্দুল আলী৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নেশা জাতীয় কফ সিরাপের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা৷ বৃহস্পতিবার দুপুরে অসম পুলিশ ধৃত দুজনকে আদালতে সোপর্দ করেছে৷ প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে এই নেশা জাতীয় কফ সিরাপ ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেখান থেকে সেগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল৷ তদন্তের স্বার্থে পুলিশ ওই নেশা চোরাচালানকারীর নাম প্রকাশ করেনি৷