স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ অক্টোবর।। সিপাহীজলা জেলার বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা মামন মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমানে ফেন্সিডিল, এসকফ সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা নেশা সামগ্রীর কালোবাজের মূল্য প্রায় দশ লক্ষ টাকা। বাড়ির মালিক তথা ড্রাগ মাফিয়া মামন মিয়া পুলিশের অভিযানে আঁচ পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে। তার বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা নেয়া হয়েছে।
বিশালগড় থানার ওসি জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা মামন মিয়ার বাড়িতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী মজুত রাখা আছে। সেই মোতাবেক পুলিশ, বিএসএফ এবং মহকুমা প্রশাসন যৌথভাবে রবিবার মধ্যরাতে মামন মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালানোর সময় মামন মিয়া পালিয়ে আত্মগোপন করে। পুলিশ ও বিএসএফ মামন মিয়াড়ি থেকে প্রায় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
জানা গিয়েছে, মামন মিয়া বিশালগড়ে নেশা কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে সে গোটা বিশালগড় মহকুমায় নেশা সামগ্রী চোরাচালান দিচ্ছে। সেই সাথে বহিঃরাজ্য থেকে নেশা সামগ্রী আমদানী করে সেগুলি বাংলাদেশে পাচার করত। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বহুবার চেষ্টা চালিয়েছে তাকে জালে তোলার জন্য। কিন্তু ধরা পড়ছে না।