সৌরশক্তির সাহায্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৯ অক্টোবর।। ২০৩০ সালের মধ্যে ত্রিপুরায় সৌরশক্তির সাহায্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সোমবার হেজামারা ব্লকের চিন্তারামপাড়ায় ৩৩ কেভি সাবস্টেশন ও দ্বিতল কন্ট্রোল রুমের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের অন্যতম উপাদান হল বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যাবেনা। এই ৩৩ কেভি সাবস্টেশন ও দ্বিতল কন্ট্রোল রুম নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৪ লক্ষ টাকা। বড়কাঠাল এলাকার চিন্তারামপাড়ায় এই সাবস্টেশন তৈরী হওয়ায় বড়কাঠাল, এসরাই, চাচু, সোনাই, বটতলা, ডুমাকারি, উরাবারি ও তার আশপাশ এলাকার মানুষ উপকৃত হবেন।

বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যে বেশীরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। আগামী দিনে ভূগর্ভস্থ গ্যাস ও কয়লা ফুরিয়ে গেলে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের আগে রাজ্যে ৩৩ কেভি সাবস্টেশন ছিল ৩৮টি। গত ৫ বছরে আরও ২৩টি সাবস্টেশন তৈরী করা হয়েছে। আরও ২৮টি সাবস্টেশন তৈরী করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জিএম রঞ্জন দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, ভাইস চেয়ারম্যান নিহার রঞ্জন দেববর্মা, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, টিএনজিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?