অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। বার বার হোয়াইট হাউসের স্টাফ এবং মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের কামড়ানোর দায়ে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়েছে জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে। ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন মুখপাত্র এ তথ্য জানান। বৃহস্পতিবার এ খবর জানায় আল জাজিরা।
বুধবার ফার্স্ট লেডি জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এ ঘোষণা দেয়ার সময় বলেন, “রাষ্ট্রপতি এবং তার স্ত্রী হোয়াইট হাউসের কর্মীদের এবং নিরাপত্তা কর্মীদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে যত্নশীল।“ ইমেইলে পাঠানো এক বিবৃতিতে আলেকজান্ডার জানান, “কমান্ডার বর্তমানে হোয়াইট হাউস ক্যাম্পাসে নেই। ইউএস সিক্রেট সার্ভিস এবং জড়িত সকলের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।”
তবে দুই বছর বয়সী জার্মান শেফার্ডকে কোথায় পাঠানো হয়েছে বা এই পদক্ষেপ স্থায়ী কিনা তা বিস্তারিত জানাননি আলেকজান্ডার। কমান্ডারকে শনিবার শেষবারের মত হোয়াইট হাউসে প্রেসিডেন্টের প্রাইভেট কোয়ার্টারের উপরের বারান্দায় দেখা গিয়েছিল। এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস বা বাইডেনের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ২০২১ সাল থেকে ১১ বার কামড়িয়েছে কমান্ডার।
কমান্ডার জার্মান শেফার্ড জাতের কুকুর । এটিকে ২০২১ সালে হোয়াইট হাউসে নিয়ে আসা হয় । বাইডেন তাঁর ভাই জেমসের কাছ থেকে উপহার হিসেবে কমান্ডার পেয়েছিলেন। এর আগে কর্মীদের কামড়ানোর অভিযোগে মেজর নামে বাইডেনের আরেক কুকুরকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল।