প্রথমবারের মতো নিজ দেশে তৈরি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে ইরান

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। প্রথমবারের মতো নিজ দেশে তৈরি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে ইরান। গত দুইদিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশপথে যুদ্ধের নানা কৌশল প্রদর্শনের সময় একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়ার পরীক্ষা করা হয় বলে জানান ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।বুধবার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্দ বলেন, ” আকাশ যুদ্ধে (মিশন) একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে, যা দেশে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা লক্ষ্যবস্তুকৃত ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনীর চারটি বিভাগের সাতটি সীমান্ত প্রদেশে চলমান ড্রোন মহড়ার সময় সফল অভিযান চালানো হয়েছে। তিনি এই পরীক্ষাকে বিরল এবং জটিল অপারেশন হিসেবে বর্ণনা করে বলেন, বিশ্বের মাত্র কয়েকটি দেশে এই ধরনের অভিযান চালানোর ক্ষমতা রয়েছে। কমান্ডারের মতে ইরানই প্রথম এই বিষয়ে তার সক্ষমতা প্রদর্শন করেছে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং তার সামরিক প্রতিবন্ধকতা বাড়াতে সাম্প্রতিক বছরগুলিতে নিজেদের দেশে তৈরি ড্রোনের বহর প্রসারিত করেছে। ইরানের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এখন বিভিন্ন সামরিক অভিযানের জন্য ইরানের প্রতিরক্ষা শিল্প দ্বারা নির্মিত ড্রোন ব্যবহার করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?