রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবীতে মনুতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৫ অক্টোবর।। একাংশ রেশন ডিলারের দৌলতে গণবন্টন ব্যবস্থায় ন্যায্য পণ্য সামগ্রী পাচ্ছেন না ভোক্তারা। ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার মনু এলাকায় কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ খোলা বাজারে বিক্রি করে দেয়া হচ্ছে গণবন্টন ব্যবস্থায় বরাদ্দকৃত চাল সহ অন্যান্য সামগ্রী। তাই ভোক্তারা নিয়মিত রেশ সামগ্রী পাচ্ছেন না। বাধ্য হয়ে ক্ষুব্ধ ভোক্তারা বৃহস্পতিবার মনুর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন।

জানা গিয়েছে, ওই এলাকার কয়েকজন রেশন ডিলার গণবন্টন ব্যাবস্থার জন্য বরাদ্দকৃত চাল খোলা বাজারে বিক্রি করে দিচ্ছেন। এই অভিযোগ স্থানীয় জনগণের। প্রায়ই রেশন দোকানে গিয়ে চাল সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায় না। বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেননি ভোক্তারা। তাই বৃহস্পতিবার দুপুরে মনুর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ।

সড়ক অবরোধের ফলে সেখানে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ। অবরোধকারীদের সাথে আলোচনা করেন যাতে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু, অবরোধকারীদের দাবী মহকুমা শাসক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিতে হবে। তবেই অবরোধ প্রত্যাহার করে নেয়া হবে। প্রায় তিনঘন্টা যাবৎ চলে অবরোধ। বহু গাড়ি উভয় দিকে আটকা পড়ে যায়। দুর্ভোগ চরম আকার ধারণ করে। পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের তরফ থেকে প্রতিনিধি গিয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?