অনলাইন ডেস্ক, ৪ অক্টোবর।। উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল লাচেন উপত্যকা। প্রবল বৃষ্টিপাতের জেরে লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, খোঁজ পাওয়া যাচ্ছে না বহু সেনা জওয়ানকে। জলের তলায় চলে গিয়েছে সেনার একাধিক গাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে পড়েছে। সেই অতিরিক্ত জল তিস্তায় চলে আসার পর বিপত্তি শুরু। সূত্রের খবর, এলাকায় ধস নামতে শুরু করেছে। বুধবার সকালে গুয়াহাটি প্রতিরক্ষা পিআরও জানিয়েছেন, উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘভাঙা বৃষ্টির পর লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যার কারণে ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সিংটামে মেঘভাঙা বৃষ্টির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সকালেই পরিস্থিতির খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বিজেপি নেতা উগেন শেরিং গ্যাতসো ভুটিয়া বলেছেন, “কোনও প্রাণহানি হয়নি, তবে সিংটামে সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। কিছু মানুষ নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”