স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৪ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের আইকিউসির উদ্যোগে ও বিলোনীয়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় বুধবার কলেজের কনফারেন্স হলে সাইবার সচেতনা দিবস উপলক্ষে এক দিবসীয় আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মিহির লাল দাস, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিত দাস প্রমুখ।
পুলিশ সুপার মিহির লাল দাস তাঁর আলোচনায় কিভাবে অন লাইনে সাধারণ মানুষ প্রতারণিত হয় তা বিস্তৃতি ব্যাখ্যা করেন। তিনি বলেন যদি কেউ এই ধরনের সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে কিভাবে নিজেকে ও তাদের প্রতিবেশীকে রক্ষা করতে হবে ও কোথায় কিভাবে জানাতে হবে।কিছু না বুঝে অনলাইনে কিছু করা উচিত নয়। এতে ব্যক্তি ও সমাজ জীবনে ক্ষতি হয়। ছাত্র ছাত্রীরাই পারে এই ধরনের সাইবার প্রতারকদের থেকে নিজেকে ও তাদের সমাজের সহজ সরল মানুষগুলোকে রক্ষা করতে। তিনি বলেন যদি প্রয়োজন হয় পুলিশের কন্ট্রোল রুমে ফোনে যোগাযোগ করতে হবে।
এস ডি পি ও অভিজিত দাস বলেন, যুব সমাজকে আমদের সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। সেজন্য কোন অপরিচিত নাম্বারের সামাজিক মাধ্যমে না বুঝে সাড়া না দেয়া । তিনি আরো সতর্ক করেন যে সামাজিক মাধ্যমে কথা বলতে বা ভিডিও কল করতে গিয়ে নিজেকে সংযত রাখতে হবে ও আগাম সতর্ক থাকা উচিত যে আগামীদিন কি ধরনের প্রতিক্রিয়া হবে।আলোচনার কলেজের অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস এই ধরনের গঠনমূলক আলোচনার জন্য কলেজের আইকিউসিকে ধন্যবাদ জানান। সমাজকে অনলাইনের অবক্ষয় থেকে রক্ষা করতে এই ধরনের সামাজিক উদ্যোগে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।