অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। ছত্তিশগড়ের বিলাসপুরে বিজেপির পরিবর্তন মহাসঙ্কল্প সমাবেশে রাজ্যের কংগ্রেস সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, দেশের মানুষ দুর্নীতিতে অতিষ্ঠ। প্রতিটি প্রকল্পেই দুর্নীতি রয়েছে। ছত্তিশগড়ের মানুষ কংগ্রেসের ওপর রেগে আছে। কর্মস্থানের নামে কেলেঙ্কারি লেগেই আছে এই রাজ্যে। তাই জনগণ ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপিকে আনতে প্রস্তুত। রাজ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে জনগণ। বিজেপি সরকার রাজ্যের উন্নয়নে সম্পূর্ণরূপে নিবেদিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ আমি আপনাদের গ্যারান্টি দিতে এসেছি যে মোদী আপনাদের প্রতিটি স্বপ্নকে সত্যি করতে কোন দ্বিধা করবেন না। আপনার স্বপ্ন মোদীর সংকল্প। সমাবেশে জড়ো হওয়া জনতার উৎসাহকে পরিবর্তনের চিহ্ন হিসেবে বর্ণনা করে মোদী বলেন, ছত্তিশগড়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দিল্লি থেকে যতই চেষ্টা করা হোক না কেন, এখানকার কংগ্রেস সরকার তা ব্যর্থ করতে ব্যস্ত। গত পাঁচ বছরে কেন্দ্র থেকে হাজার হাজার টাকা পেয়েছে ছত্তিশগড়। রাস্তা হোক, রেল হোক বা বিদ্যুত, আমি এই জায়গার উন্নয়নের জন্য অর্থের কোনও অভাব হতে দিইনি এবং এটা আমার কথা নয়, এখানকার কংগ্রেস সরকারের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন। তাই এখানে বিজেপি সরকার দরকার।