অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। সাদা বলের ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা কাটিয়ে আসর শুরু হতে আর বাকি সপ্তাহেরও কম সময়। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে মাঠে-মাঠের বাইরে চলছে তুমুল উত্তেজনা। এই উত্তেজনার আবহে অংশ নিয়েছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলগুলো কারা হতে পারে- এ নিয়ে করেছেন ভবিষ্যদ্বাণী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নিজের অভিমত তুলে ধরে যুবরাজ বলেন, ‘অবধারিতভাবে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। তবে আমি ৫টি দলকে এই তালিকায় রাখতে চাই, কেননা বিশ্বকাপের মতো মঞ্চে সবসময়ই অঘটন ঘটে থাকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এর সাথে এই তালিকায় রাখতে চাই দক্ষিণ আফ্রিকাকে। সাদা বলে দক্ষিণ আফ্রিকার একটা ট্রফি এখন প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে।’ ২০১১ সালে ভারতের সবশেষ বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি ছিলেন যুবরাজ। মারকুটে অথচ নান্দনিক এই অলরাউন্ডার হয়েছিলেন উপমহাদেশে আয়োজিত আসরের সেরা খেলোয়াড়।
সময়ের পালাক্রমে আরো একটি বিশ্বকাপ আসর বসতে যাচ্ছে ভারতের ঘরের মাটিতে। পছন্দের উইলোটি তুলে রাখলেও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ঠিকই স্বপ্ন বুনন করেছেন যুবরাজ। ভারতের বিশ্বকাপ স্কোয়াডটি বেশ পছন্দ হয়েছে তার। অক্ষর প্যাটেল ইনজুরিতে ছিটকে পড়ায় লোয়ার অর্ডারের ব্যাটিং গভীরতা কিছুটা ম্লান হয়েছে বলে মনে করেন তিনি। তবে একই সঙ্গে শুভমান গিলের প্রসঙ্গে বেশ উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
যুবরাজ মনে করেন, গিলকে ভবিষ্যতের তারকা মনে করার প্রয়োজন নেই, সে এখনই একজন তারকা ব্যাটার। যুবরাজের মতে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন গিল। তার ভয়ডরহীন ক্রিকেট খেলার সামর্থ্য এবং বর্তমান সময়ে দারুণ ছন্দে থাকা ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখবে। আর সামগ্রিকভাবে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের সমন্বয় যুবরাজ সিংকে বড় আশাই দেখাচ্ছে।