বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে উরুগুয়ে উপকূলে আনুমানিক ৪০০টি সিল এবং সি লায়ন মারা গেছে

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। সাম্প্রতিক সপ্তাহে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে উরুগুয়ে উপকূলে আনুমানিক ৪০০টি সিল এবং সি লায়ন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী মন্টেভিডিওর সমুদ্র সৈকতে একটি সি লায়নের শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হওয়ার পর দেশটির একাধিক মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেখানে আটলান্টিকের রিভার প্লেট বা ফানেল আকৃতির ঘোলাটে নদী মোহনা রয়েছে।

মৃত প্রাণী আটলান্টিক উপকূলে এবং নদীর ধারে ভেসে উঠছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে এ পর্যন্ত ৩৫০টি সিল ও সি লায়ন মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেছেন, এটি এখন একটি ক্রমবর্ধমান পরিস্থিতি। আমরা এই মৃত্যুর জন্য বার্ড ফ্লুকে দায়ী করি।

তিনি আরও বলেন, রোগ নিয়ন্ত্রণ করা যায় না। প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে কখন এটি ঘটবে তা আমরা জানি না। উরুগুয়ের উপকূলে আনুমানিক তিন লাখ ১৫ হাজার সিল এবং সি লায়ন রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?