প্রায় ছয় হাজার বছরের পুরনো ইউরোপের সবচেয়ে প্রাচীনতম জুতা শনাক্ত করলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। ইউরোপের সবচেয়ে প্রাচীনতম জুতা শনাক্ত করার কথা জানিয়েছেন একদল বিজ্ঞানী। জিনিসটি প্রায় ছয় হাজার বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। এটি ঘাস থেকে বোনা স্যান্ডেলজাতীয় পাদুকা।এক প্রতিবেদনে এ আবিস্কারের তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএন।

বার্সেলোনা অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং স্পেনের আলকালা ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে রেডিওকার্বন বিশ্লেষণে পাওয়া গেছে স্যান্ডেলগুলো ৬ হাজার বছর আগের। ১৯ শতকে স্পেনে খনি শ্রমিকদের খনন করা এক গুহায় আবিষ্কৃত প্রাচীন জিনিসপত্রের মধ্যে জুতাগুলো পাওয়া যায়।

অনেক আগে পাওয়া গেলেও নতুন করে গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে গুহায় পাওয়া পাদুকা জাতীয় উপকরণগুলো। গুহার কম আর্দ্রতা এবং শীতল বাতাস বিস্ময়করভাবে এত বছরেও সংরক্ষিত রেখেছিল এগুলো। গবেষণার অন্যতম লেখক মারিয়া হেরেরো ওতাল বলেছেন, জুতাগুলো এখন পর্যন্ত জানা মতে দক্ষিণ ইউরোপে উদ্ভিজ্জ তন্তু দিয়ে তৈরি সামগ্রীর সবচেয়ে পুরনো এবং ভালোভাবে সংরক্ষিত নমুনা।

তিনি বলেন, উপকরণগুলোর কারিগরি বৈচিত্র্য এবং কাঁচামালের ব্যবহারের ধরন সংশ্লিষ্ট প্রাগৈতিহাসিক জনগোষ্ঠীর দক্ষতাই প্রমাণ করে। কিছু স্যান্ডেলে স্পষ্ট চিহ্ন ছিল যে পরিধান করা হয়েছিলো, অন্যগুলো কখনোই পরিধান করা হয়নি বলে মনে হয়। কিছু লোকের বিশেষ করে তাদের দাফনের জন্য পোশাক তৈরি করা ছিল।

বয়স নির্ধারণে ব্যবহৃত নতুন কৌশলে দেখা যায়, গুহায় পাওয়া ৭৬টি বস্তু আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে আরো প্রায় ২০০০ বছরের বেশি পুরনো। এমনকি কিছু জিনিস ৯ হাজার বছর আগের। স্যান্ডেলগুলি ঘাসের পাশাপাশি চামড়া, চুন এবং রামি বাস্টসহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল।ছয় হাজার বছরের পুরনো স্যান্ডেল পাওয়া গুহাটি হচ্ছে দক্ষিণ-পশ্চিম স্পেনের আন্দালুসিয়ার ‘বাদুড়ের গুহা’ নামে পরিচিত পাহাড়ি গহ্বর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?