স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর।। রেগার কাজ করার সময় অজগর শাবক উদ্ধার হয়েছে। খোয়াই জেলায় তেলিয়ামুড়া বন দফতরের অধীন চাকমাঘাট মহারাণীপুর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ওই এলাকার খােয়াই নদীর তীরে অন্যান্য দিনের মতাে স্থানীয় মানুষজন রেগার কাজ করতে গিয়েছিলেন। রেগার শ্রমিকরা যখন মাটি কাটতে থাকেন তখন এক অজগর শাবক-কে প্রত্যক্ষ করেন। তাতে অনেকেই ভয়ে দৌড়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা।
অজগর-টিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরে নিয়ে গেছেন তারা।কয়েকদিন পর পর তেলিয়ামুড়ায় বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে অজগর শাবক। কারাে হাস কিংবা কারাে মুরগি হারিয়ে যাচ্ছে এলাকা থেকে। বন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, অজগর শাবকটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে। খুব শীঘ্রই বড়মুড়া কিংবা আঠারােমুড়া গভীর জঙ্গলে অজগর শাবকটিকে ছেড়ে আসা হবে।