স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ সেপ্টেম্বর।। রাবার শিট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। পালিয়ে গা ঢাকা দিল আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানার অধীন চিকনছড়া এডিসি ভিলেজে। এলাকার লোকজন ধৃত দুই যুবককে আটক করে বেধে রাখে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় এলাকাবাসী।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চিকাহুড়া এডিসি ভিলেজে বাড়ি ঘরের বিভিন্ন সামগ্রী চুরি যাচ্ছে। রাবার শিট, হাস, মোরগ, গবাদী পশু, জলের মোটর ইত্যাদি কোন না কোন কিছু প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে চুরি হচ্ছে। এলাকার লোকজন নাজেহাল অবস্থায়। বাধ্য হয়ে এলাকার লোকজন পাহাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতি রাতেই পালা করে দল বেধে পাহাড়া দেন এলাকাবাসী। রাতে পাহাড়া দেওয়ায় ইদানিং রাতে চুরি হচ্ছে না কিছুই। সকালে কিংবা দিনদুপুরে চুরি হয়ে যাচ্ছে নানা সামগ্রী।
বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা সোহেল হোসেনের বাড়ি থেকে কিছু রাবার শিট চুরি হয়ে যায়। তখন এলাকাতেই সন্দেহজনক ভাবে তিন যুবককে ঘুরাফেরা করতে দেখেন। তাদেরকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয় আটক করে। পরে চাপের মুখে তারা স্বীকার করে যে তারাই এই চুরির ঘটনার সাথে জড়িত। গ্রামবাসীদের সাথে কথা বলার মধ্যেই এক যুবক পালিয়ে আত্মগোপন করে। দুই যুবককে আটক করে দড়ি দিয়ে বেধে রাখা হয়। ধৃত দুই যুবক হল মামন দেববর্মা এবং মাইকেল দেববর্মা।পলাতক যুবকের নাম চন্ডি দেববর্মা। ধৃতদের স্বীকারোক্তিতে তাদের বাড়ি থেকে চুরি যাওয়া রাবার শিট উদ্ধার করা হয়। জানা গিয়েছে ধৃতদের বাড়ি চিকন ছড়া এডিসি ভিলেজেরই চন্ডিঠাকুর পাড়ায়। এলাকাবাসীদের বক্তব্য নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরির ঘটনা সংগঠিত করছে তারা।