স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ সেপ্টেম্বর।। ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় গোমতী জেলার কিল্লা থানার অধীন ডাকবাড়ি এলাকায়। আহত দুই ব্যক্তির নাম অনিল কুমার মলসুম এবং আনন্দ বাহার মলসুম। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা জানিয়েছেন, অন্যান্যদিনের মতো বুধবার দুপুরে তারা নিত্যবাজার এলাকায় জুম ক্ষেতে যায় ধান কাটার জন্য। তখন আচমকা একটি বাচ্চাকে নিয়ে মাদা ভাল্লুক জুম ক্ষেতে চলে আসে। কিছু বোঝার আগেই দুটি ভাল্লুক অনিল কুমার মলসুম এবং আনন্দ বাহার মলসুমের উপর আক্রমণ চালায়। নাকে মুখে কামড় দেয়। রক্তাক্ত হয়ে তারা চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে। তখন বিকাল পাঁচটা বাজে। লোকজন কোনরকমে তাদেরকে উদ্ধার করা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন একজন। রাজ্যের জঙ্গলে এখনও বহু ভাল্লুক রয়েছে। প্রায়ই ভাল্লুক জঙ্গলে জুম চাষ করতে যাওয়া জুমিয়াদের উপর হামলা চালায়। অন্যদিকে, অনেক জুমিয়া দেশী বন্দুক নিয়ে জঙ্গলে জুম চাষে যায় বন্য পশুর হাত থেকে প্রাণ রক্ষা করতে। যুগের পর যুগ ধরে চলে আসছে ত্রিপুরায় জুম চাষ। বহু জুমিয়া পরিবার এখনও এই জুম চাষের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করছেন।