গত ছয় বছরে ত্রিপুরাও বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি করেছে : প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। গত ছয় বছরে ত্রিপুরাও বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি করেছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আমাদের দেশ এখন প্রগতির পথে এগিয়ে চলেছে। ব্যাপক উন্নতি হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিরও। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি একথা বলেন।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ত্রিপুরায় রেগার বরাদ্দের প্রায় ৯০ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সম্পদ। ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে ত্রিপুরার উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দের তুলনামূলক চিত্রও তুলে ধরেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, ২০০৬ থেকে ২০১৩-১৪ পর্যন্ত রেগায় ত্রিপুরা পেয়েছিল ৪,৫৫৮ কোটি টাকা। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর রেগায় ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছে ৮,৩৫১ কোটি টাকা। ২০০৬ থেকে ১৪ সাল পর্যন্ত তৎকালীন ইন্দিরা আবাস যোজনায় ত্রিপুরায় ১ লক্ষ ৪ হাজার ৯৭০টি আবাস নির্মাণ করা হয়েছিল। গত ৯ বছরে নির্মাণ করা হয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৯১১টি আবাস। গরীব অংশের মানুষকে শুধু আবাসই তৈরী করে দেওয়া হয়নি সাথে শৌচালয়, রান্নার গ্যাসের সংযোগ, পানীয় জলের সংযোগও দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় ত্রিপুরার বরাদ্দের কথাও তুলেধরেন।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, করোনা অতিমারির সময়ে আমাদের দেশেও অনেকে কর্মহীন হয়েছেন। প্রধানমন্ত্রী তাদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন। কর্মসংস্থানের জন্য রেগায় বরাদ্দ বাড়িয়েছেন। সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দিপ আর রাঠোর ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?