স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে রাজ্য সরকার রীতিমতো চাপে পড়ে গিয়েছে। দিকে দিকে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন আন্দোলন সংগঠিত করছে তেমনি এবার রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে স্কুল পুড়য়া ছাত্রছাত্রীরা। মঙ্গলবার আগরতলায় ড্রপ গেইট এলাকায় একজোট হয়েছে তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের এই আন্দোলনের প্রধান কারণ হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তির ফি, পরীক্ষার ফি ইত্যাদি মারাত্মকভাবে নেয়া হচ্ছে। তাতে তাদের অভিভাবকরা হিমসিম খাচ্ছেন।
মঙ্গলবার এডি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বেলাবর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একজোট হয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির বিভিন্ন ফি প্রত্যাহার করার দাবী জানিয়েছে। আন্দোলনকারীদের তরফ থেকে অভিযোগ বহু ছাত্রছাত্রী অভিভাবকদের আর্থিক অসচ্ছলতার কারণে পঠন পাঠন মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাদের ভবিষ্যৎ অন্ধকারে। অভিভাবকরা যারা দৈনিক হাজিরার ভিত্তিতে রোজগার করেন তাদের বছরে এত টাকা দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা অভিভাবকদের কথা মাথায় রেখে পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিচ্ছে।
তাই এদিন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে যাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলিতে বিভিন্ন ফি মুকুব করে দেয়া হয়। তাছাড়া যেসব স্কুল ইংরেজি মাধ্যমে করা হয়েছে সেসব স্কুলে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিযুক্ত করার দাবী জানিয়েছে। সেই সাথে তাদের এই দাবীর প্রতি সমর্থন জানাতে রাজ্যের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান রাখা হয়েছে।