স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ফের উচ্ছেদ অভিযানে নামছে আগরতলা পুর নিগরে টাস্ক ফোর্স। পুর নিগমকে সহায়তা করবে পুলিশ প্রশাসন। শহরের যেসব এলাকায় ব্যবসায়ীরা বেআইনীভাবে জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের তিনদিনের মধ্যে ব্যবসায় সামগ্রী সরিয়ে নেয়া জন্য সতর্ক বার্তা দিয়েছে পুর নিগম। তিনদিন পর পুর নিগম উচ্ছেদ অভিযানে নামবে। সোমবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন।
মেয়র দীপক মজুমদার বলেছেন, শারদোৎসবের দিনগুলিতে যাতে কোনভাবেই দর্শনার্থীদের কোন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে বেআইনীভাবে দখল করে রাখা ফুটপাত সহ অন্যান্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। যদি তা না করা হয় তাহলে তিনদিন পরে টাস্ক ফোর্স উচ্ছেদ অভিযান চালাবে। তখন কারো কথা শোনা হবে না।
তিনি আরও জানান, আগরতলা শহরের বেশ কিছু এলাকায় ইতিপূর্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিশেষ করে শহরের কামান চৌমুহনী থেকে পোস্টঅফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী থেকে বটতলা। ইত্যাদি এলাকায় বেআইনী দোকানগুলি সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু, আশ্চর্য্যজনকভাবে ফের তারা আগের জায়গায় ব্যবসা শুরু করে দিয়েছেন। এটা কেমন কথা। বেআইনীভাবে রাস্তার পাশে দোকান গড়ে তোলা হচ্ছে। তার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এটা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।