ডেপুটেশন দেওয়ার অপরাধে বিধায়ক ও সিপিআইএম নেতৃত্বদের বিরুদ্ধে মামলা করল রেলওয়ে

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৫ সেপ্টেম্বর।। বিলোনিয়া স্টেশনে ডেপুটেশন দেওয়ার অপরাধে বিধায়ক ও সিপিআইএম নেতৃত্বদের বিরুদ্ধে মামলা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।বিলোনিয়া রেল ষ্টেশানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া , রেল দপ্তরের ঘোষিত ডেমো ট্রেন চালু করা, দেওঘর এক্সপ্রেস সহ দূরপাল্লার সকল রেল সাব্রুম ষ্টেশন থেকে ছাড়ার দাবীতে গত ১০ সেপ্টেম্বর বিলোনিয়া রেল স্টেশনে মিছিল ও ষ্টেশনের দায়িত্ব প্রাপ্ত রেল আধিকারিকের মাধ্যমে উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে আধিকারিক ও রিজিওনাল ম্যানাজারের নিকট ডেপুটেশন প্রদান করার অপরাধে সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা বিলোনীয়ার সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন, ঋষ্যমুখের সিপিআই(এম) বিধায়ক অশোক মিত্র, বরিষ্ট আইনজীবি জ্যোতীর্ময় সোমের বিরুদ্ধে মামলা করল উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে।

সোমবার রেল পুলিশের তিন আধিকারিক কোন রকম অনুমতি ছাড়া সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা অফিসে ঢুকে উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় (মামলার নাম্বার ৫৬/২৩, আন্ডার সেকশান ১৪৭/১৪১ ১৯৮৯ রেলওয়ে অ্যাক্টে) অভিযুক্তদের খুঁজতে থাকে। রেল পুলিশের এহেন আচরণে তীব্র ক্ষোভ ব্যাক্ত করেন সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন।

সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার জানান, একটা গনতান্ত্রিক রাষ্টে মানুষের কথা বলা, মত প্রকাশ করা জনস্বার্থে কোন বিষয়ে আনন্দোলন করা যাবে না, এটা কি চলছে? মানুষ কিন্তু সব দেখছেন, মানুৃষই তার জবাব দেবেন। এদিকে, সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন জানান উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে মামলা করেছে শুনেছি। কিন্তু কোন কাগজ পাইনি। মানুষের জন্য লড়াই করে সিপিআই(এম)। মানুষের জন্য জনস্বার্থে লড়াই করে মামলা হলেও লড়াই থেমে যাবে না। লড়াই আরো জোরদার হবে বলে তিনি জানান।সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে আসা রেল পুলিশের আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চাইলে প্রথমে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জানান মামলাটি উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১০ সেপ্টেম্ব দায়ের করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?