স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৩ সেপ্টেম্বর।। আগরতলা থেকে অসমের রাজধানী গুয়াহাটিতে পাচারের পথে অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই একটি লরি সহ এক ব্যক্তি।জনৈক পুলিশ অফিসার জানান, আজ শনিবার বিকালে তাঁরা খবর পান, সামগ্রী বিহীন একটি খালি লরিতে শুকনো গাঁজা পাচার হচ্ছে।
এই খবরের ভিত্তিত চুড়াইবাড়ি থানার সামনে নাকা পয়েন্ট গড়ে অপেক্ষা করতে থাকেন পুলিশের অভিযানকারীরা। প্রায় পাঁচটা নাগাদ ডব্লিউবি ২৩ ই ৯৮৭৯ নম্বরের একটি ১২ চাকার লরি চুড়াইবাড়ি চেক পয়েন্টে আসে। তাতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ গোপন খোপ থেকে ৪০ প্যাকেটে ২০৭ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে। এগুলির কালোবাজারি মূল্য অনুমানিক ৩০ লক্ষাধিক টাকা।নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে লরি চালককে আটক করে পুলিশ। তার নাম কৃষাণ আলি। বাড়ি পশ্চিমবঙ্গের বক্সিরহাটে। ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু গ্রেফতার করেছে।