স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৪ অক্টোবর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার পানিসাগর থানা এলাকার উপ্তাকালী এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মঘাতী ছাত্রীর নাম দিয়া দাস।পারিবারিক কলহের জেরে নবম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সংবাদ সূত্রে জানা গেছে দিয়ার বাবার সঙ্গে তার মার যোগাযোগ ছিল না। বহু আগেই দিয়াকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল।
বাপের বাড়িতে ঝগড়াঝাঁটি হওয়ায় একটি ভাড়া বাড়িতে থাকতো তারা। ভাড়া বাড়িতেই ছাত্রীটি ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা যায়। পানিসাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নবম শ্রেণীর ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ অনুসন্ধানের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।