‘সিংহাম এগেইন’ এ একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। কিছুদিন আগেই বলিউডের জনপ্রিয় সিনেমা ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির ঘোষণা এসেছে। ‘সিংহাম এগেইন’ শিরোনামের এ কিস্তিতে একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের।ঘোষণার পর বেশ ঘটা করেই শুভ মহরতের ছবিও পোস্ট করেছিলেন ছবির পরিচালক রোহিত শেঠি। সপ্তাহ খানেক কাটতে না কাটতেই সিনেমাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেলের।

বিচারপতি মনে করছেন, সিংহামের মতো সিনেমা ব্লকবাস্টার হলেও ভুল বার্তা দিচ্ছে সমাজকে। সিনেমাটিক ভাষায় এসব ছবিতে দেখানো হচ্ছে, পুলিশের চরিত্রে একজন নায়ক সিস্টেমের কোনো রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়েই তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দিচ্ছে। আর পর্দায় সেসব দেখেই লোকজন ধৈর্য হারাচ্ছে। বিচার প্রক্রিয়ার ওপর আস্থা হারাচ্ছে।

ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন ডে আয়োজিত এক অনুষ্ঠানেই তিনি বলেন, ‘কোনো সিনেমায় বিচারকদের ভীরু, মোটা চশমা এবং প্রায়ই খুব খারাপ পোশাক পরিহিত হিসেবে দেখানো হয়। অন্যদিকে পুলিশদের নম্র-ভদ্র হিসেবে দেখানো হয়। হিরো পুলিশই যেন সেখানে বিচারপতি।’মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি আরও বলেন, ‘সিংহামের ক্লাইম্যাক্সে দেখানো হচ্ছে, গোটা পুলিশ ফোর্স মিলে একজন রাজনীতিবিদকে ধরছে। আর সেখানে বার্তা দেওয়া হচ্ছে, এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। কেউ কি ভেবেছেন এই বার্তাটা সমাজের জন্য কতটা ভয়ানক? এত অধৈর্য হওয়ার কী আছে? ন্যায়বিচারের একটা পদ্ধতি আছে। সেটা ধীর গতিতে হলেও।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?