অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই বছর আগেই এই বিষয়টি চূড়ান্ত হয়। ক’দিন আগে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর নাম প্রকাশ হয়েছিল। আজ ক্যারিবিয়ান অঞ্চলের যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে, তার তালিকা জানাল আইসিসি।
ক্যারিবিয়ান অঞ্চলের মোট সাতটি দেশে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্সে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ।জ্যামাইকাতে কোনো ম্যাচ হবে না। যদিও ক্যারিবিয়ানের অন্যতম প্রধান ক্রিকেট খেলুড়ে দেশ একটি। কিন্তু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য আগ্রহই দেখায়নি তারা।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘আমরা খুব আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর নাম জানাচ্ছি। ২০ দল খেলবে এই টুর্নামেন্টে। তৃতীয়বারের মতো ছেলেদের আইসিসির বড় ইভেন্ট হতে যাচ্ছে এটা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সাত আয়োজক সরকারকে ধন্যবাদ দিচ্ছি ক্রিকেটের প্রতি তাদের দারুণ সমর্থনের কারণে।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা ও টেক্সাসে হবে বিশ্বকাপ ম্যাচ। ২০ দলের আসরে বাংলাদেশসহ ১৫টি দেশ সরাসরি খেলবে।