স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। গত ৬ মাসে ত্রিপুরার শিল্প নগরীগুলিতে ২৩টি শিল্প ইউনিটকে শেড ও জমি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শিল্প নগরীতে ৬৮.৪০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। রাজ্যে শিল্পের সম্ভাবনা প্রবল বলে মনে করছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কর্মকর্তারা।এদিকে, শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা৷
এই কর্মসূচিতে রাজ্যের ৮টি জেলা থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী ১০০ জন করে যুবক যুবতীকে জেলা শিল্পকেন্দ্রে নথিভুক্ত করা হবে। আগ্রহী যুবাদের বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক একথা জানান।
তিনি বলেন, এই বিশেষ উদ্যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্রেডিট যুক্ত বিভিন্ন প্রকল্পের সাথে আগ্রহী যুবাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত যুবাদের বিভিন্ন স্বরোজগারের উপযুক্ত প্রকল্পগুলিতে শিল্প স্থাপনে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, এই উদ্যোগে উৎসাহী যুবাদের ঋণ পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে এবং ব্যাঙ্কারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। তাছাড়াও আমদানি রপ্তানি ব্যবসা এবং লজিস্টিক সেক্টরের সুযোগ সম্পর্কে তাদের অবহিত ও সচেতন করা হবে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে উৎসাহী যুবাদের পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন ১৮টি শিল্প নগরীর মধ্যে ১২টি শিল্প নগরী চালু রয়েছে। এই শিল্প নগরীগুলিতে ১৭০টি শিল্প ইউনিট চালু রয়েছে। এরমধ্যে বোধজংনগর শিল্প নগরীতে ৬৭টি ও আর কে নগর শিল্প নগরীতে ১৭টি শিল্প ইউনিট চালু আছে। রাজ্যের শিল্প নগরীগুলিতে চালু থাকা শিল্প ইউনিটগুলি থেকে মাসে প্রায় ৩০ লক্ষ টাকা রাজস্ব পাওয়া যাচ্ছে।