স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। বিরোধী দলের হলেও অসুস্থ প্রাক্তন মন্ত্রী সহিদ চৌধুরীকে দেখতে জিবি হাসপাতালে গেলেন বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। তাঁর এই মানবিকতা এবং রাজনৈতিক শিষ্টাচার বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।বক্সনগর বিধানসভা কেন্দ্রের কুড়ি বছরের বাম বিধায়ক এবং দশ বছরের মন্ত্রী সহিদ চৌধুরী ব্রেইন স্ট্রোক করে দীর্ঘ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার প্রাক্তন মন্ত্রী সহিদ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটজনক শুনে বক্সনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন আগরতলা জিবি হাসপাতালে দেখতে গিয়ে মানবিকতার নজির রাখলেন।
সহিদ চৌধুরী বামপন্থী রাজনৈতিক দলের হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে বিধায়ক তোফাজ্জল হোসেন অসুস্থ প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীকে জিবি হাসপাতালে গিয়ে খোঁজখবর নিলেন। অসুস্থ প্রাক্তন মন্ত্রী সহিদ চৌধুরীকে দেখে ডাক্তারদের সঙ্গে কথা বলে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আবেদন রাখেন। তাছাড়া বিধায়ক তোফাজ্জল হোসেন সহিদ চৌধুরীর পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলেন। তাদের পরিবারের খোঁজখবর নেন। তোফাজ্জল হোসেন প্রাক্তন মন্ত্রী সহিদ চৌধুরীর অসুস্থতা কাটিয়ে সুস্বাস্থ্য কামনা করেন। তাছাড়া বিধায়ক তোফাজ্জল হোসেন প্রাক্তন মন্ত্রী সহিদ চৌধুরীর পরিবারকে যে কোন সমস্যা সমাধানের আশ্বাস দেন।