স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ সেপ্টেম্বর।। ১৫ থেকে ২০ বছর ধরে উদয়পুর মহকুমায় হদ্রা পঞ্চায়েত এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের দুইশত পরিবার পানীয় জলের সমস্যায় রয়েছেন। বছরের পর বছর এলাকার লোকজন পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। ব্যাবহার করতে হচ্ছে নদীর জল। ফলে এলাকার লোকজনরা প্রায়ই পেটের রোগে আক্রান্ত হতে হচ্ছে।
ইতিমধ্যে এলাকার লোকজনরা হদ্রা পঞ্চায়েত এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জলসম্পদ দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করে ও আজ অব্দি পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। এলাকার লীলা দাশ জানান, আজ থেকে তিন বছর আগে এলাকার পানীয় জল সরবরাহের জন্য পাম্প অফিস বসানোর জন্য কাজ শুরু হলেও ঠিকাদারের তালবাহানার ফলে আজ অব্দি জল পাচ্ছে না এলাকাবাসী।
সরকার থেকে জলের লাইন বসানোর জন্য কাজ করা হলেও এই পাইপ দিয়ে জল আসে না বলে জানান লীলা দাশ। এলাকাবাসীর দাবি অতিসত্বর পরিশ্রুত পানীয় জল যেন সরবরাহ করে এই এলাকার দুইশত পরিবারকে জলবাহিত রোগের প্রকোপ থেকে রক্ষা করে।