স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৩ সেপ্টেম্বর।। স্বাস্থ্যই সম্পদ। জনগণের স্বাস্থ্যকে সুস্থ রাখতেই নিরন্তর কাজ করে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। একটি স্বাস্থ্যকর গ্ৰাম এবং স্বাস্থ্যকর নগর গঠন করতে এক অভিনব উদ্যেগ নেওয়া হয়েছে। যার নাম আয়ুষ্মান ভবঃ কর্মসূচি। যা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভবঃ কর্মসূচির দেশব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানকে সামনে রেখে গোমতী জেলার মূখ্যস্বাস্থ্য আধিকারিকের উদ্যেগে উদয়পুর পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে আয়ুষ্মান ভবঃ কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক গোভেকার মযূর রতিলাল, গোমতী জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং।
অনুষ্ঠানে তিনজন নি:ক্ষয় মিএকে সংবর্ধনা দেয়া হয়। তাঁরা হলেন ডা: স্বপন চাকমা, হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরার উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা ও বিশিষ্ট সমাজসেবী সুমন ধর। এছাড়াও তিনজনকে আয়ুষ্মান মিত্রের সন্মান দেওয়া হয়। তারাঁ হলেন রাম চন্দ্র ভৌমিক, প্রসেনজিৎ দাশ ও রনজিত রিয়াং।