স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। : মঙ্গলবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে ড. বি আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার প্রদান ও শিক্ষাঋণ প্রদান করা হয় অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর ছাত্রছাত্রীদের।ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিগত ২০২১ ও ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান পেয়েছে এমন ৩৭ জন ওবিসি সম্প্রদায়ের কৃতী ছাত্রছাত্রীদের ড. বি আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার, ৬ জনকে বিদ্যাসাগর সোসিও কালচারাল অ্যাওয়ার্ড, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে আয়োজিত বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর ১৫৭ জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হয়। তাছাড়াও ওবিসি কর্পোরেশন থেকে নির্বাচিত ১৪ জন ছাত্রছাত্রীকে শিক্ষাঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিগণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার, এককালীন আর্থিক সহায়তা ও শিক্ষাঋণের মঞ্জুরিপত্র তুলে দেন।অনুষ্ঠানে ওবিসি কল্যাণমন্ত্রী জানান, অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর (ওবিসি) ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। গত ২০২১-২২ এ ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের ভালো ফলাফলেই তার প্রমাণ মেলে। এটা ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক ইচ্ছাশক্তির কারণে সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পর্ষদের পরীক্ষায় আরও ভালো ফলাফল করুক। এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ বিষয়ে আন্তরিক রয়েছেন। ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা জাতীয়স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে অংশ নিতে পারে সে লক্ষ্যে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম চালু করা হয়েছে। এছাড়া রাজ্যে কোচিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে ওবিসি রাজ্য কমিশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ বলেন, ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। ত্রিপুরা ওবিসি কল্যাণ নিগম লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার বলেন, রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক ও আর্থিক ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।ওবিসি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায় বলেন, রাজ্যে ওবিসি সম্প্রদায়ের ৪৪টি জনগোষ্ঠী রয়েছে। প্রত্যেকের আর্থ সামাজিক মান উন্নয়নে প্রচেষ্টা নেওয়া হয়েছে।