পশ্চিম সিংভূম, ১২ সেপ্টেম্বর : ঝাড়খন্ডের গোইলকেরা থানা এলাকায় অবস্থিত কুইদা গ্রামের কাছে নকশালদের লাগানো আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্রাক্টর । ট্রাক্টরটি হাতিবুরু সিআরপিএফ ক্যাম্পের জন্য সামগ্রী নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় ট্রাক্টরের চালক ও খালিস গুরুতর আহত হয়েছেন।জানা গেছে, সিআরপিএফ জওয়ানদের জন্য সামগ্রী নিয়ে হাতিবুরু ক্যাম্পে যাওয়ার সময় একটি ট্রাক্টরের চাকা আইইডির উপর দিয়ে চলে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ট্রাক্টর চালক বাবলু বোদ্রা ও খালাসি গুরুতর আহত হয়েছেন। সোনুভা পুলিশ এবং সিআরপিএফ-এর সহায়তায় দুজনকেই সোনুভা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসা হয়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই চক্রধরপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়।