নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : এনফোর্সমেন্ট নির্দেশালয় তামিলনাড়ুর ৪০টি স্থানে অভিযান চালিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তামিলনাড়ুতে বালি খননের সঙ্গে জড়িত ঠিকাদারদের অফিস এবং বাসস্থান সহ মোট ৪০টি স্থানে অভিযান চালিয়েছে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বালি মাফিয়াদের বিরুদ্ধে আজকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
ইডি, নদী তীরবর্তী এলাকা থেকে বালি তুলে সেগুলি বিক্রিতে বড় আকারের কর ফাঁকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার অভিযান চালায়। অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থা এই ৪০টি জায়গায় তল্লাশি চালায়। বালি তোলার লাইসেন্সধারী শিল্পপতি এস. রামচন্দ্রন এবং ডিন্ডিগুল রথিনামের অফিস এবং বাসস্থানও ওই ৪০টি স্থানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২-এর অধীনে এই পদক্ষেপ নিয়েছে। ইডি-র অভিযান এখনও চলছে।